Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

সমিতির সদস্যদেরকে সপ্তাহে একবার প্রশিক্ষণ ফোরাম/ উঠান বৈঠকের মাধ্যমে 52 সাপ্তাহে 52 টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে প্রায় সকল সদস্যকে স্বাস্থ্য, শিক্ষা,পুষ্টি, প্রাথমিক চিকিৎসা,পরিবার পরিকল্পনা,স্যানিটেশন, পরিবেশ, বনায়ন, সঞ্চয় ঋণ কার্যক্রম, নারীর আিইনগত অধিকার ও ক্ষমতায়ন, মাদকাসক্তি, যৌতুক, বাল্য বিবাহ, সামাজিক সচেতনতা ইত্যাদি বিষযে স্বচ্ছ ধারনা প্রদানসহ সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে ।

              দরিদ্র্য ও অদক্ষ্য জনগোষ্ঠীকে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ প্রদানের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান থেকে গাভী পালন , ছাগল পালন ,হাসঁ-মুরগী পালন ,মৎস্য চাষ,গরু মোটাতাজা করন,শাক-সজ্বী চাষ ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয় ।শুরুতে কানাডিয়ান সিডার আর্থিক সহায়তায় পিডিবিএফ এর নিজস্ব প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হতো । বর্তমানে কৃষি,মৎস্য,প্রাণী সম্পদ দপ্তরের সহযোগীতায় প্রশিক্ষন পরিচালনা করা হয়  ।

              নারীর ক্ষমতায়ন এবং নারী  অধিকারের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ঝালকাঠি জেলার পিডিবিএফের প্রতিটি কার্যালয়ে ১ ব্যাচ করে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের আয়োজন করা হয় । সমিতির সভানেত্রী এবং দলনেত্রীদের  2 দিনের প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণে নেতার কাজ, নেতার গুনাবলী ,সমিতি, ঋণের ব্যবহার, পরিবার পরিকল্পনা, যৌতুক, মাদকাসক্তি, বাল্য বিবাহের মত সমস্যা নিয়ে আলোচনা করা হয় ।

             পিডিবিএফ দক্ষ কর্মী বাহিনী সৃষ্টি করার জন্য ব্যবস্থাপনা ,কর্ম পরিকল্পনা, প্রশিক্ষক প্রশিক্ষণ , ইত্যাদি বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে । পিডিবিএফের নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব প্রশিক্ষক দ্বারা এবং বাইরের বিভিন্নখ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগীতায় মানব সম্প উন্নয়নের এই ফলপ্রসু কার্যক্রমটি বাস্তবায়ন করছে ।