Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি ভাবে যাবেন

ঢাকা থেকে যোগাযোগ

        ঢাকা সদর ঘাট থেকে রাত ৭.০০ এবং ৮.৩০ মি " এর সময় ঝালকাঠির উদ্দেশ্যে এমভি,সুন্দরবন-১২,এমভি,ফারহান-৭,এমভি অস্ট্রিচ ,বাঙ্গলী, লঞ্চ ছাড়ে । 

ভাড়া= প্রথম শ্রেনী-(সিঙ্গেল)-১০০০ টাকা,(ডাবল)-২০০০টাকা।

তৃতীয় শ্রেনী-২০০ টাকা ।

     লঞ্চগুলি প্রতিদিন সকাল ৭.০০ টায় ঝালকাঠি লঞ্চ ঘাটে পৌছে । লঞ্চ ঘাট থেকে রিক্সা/ইজি বাইকে পোষ্ট অফিস রোডে পিডিবিএফ অফিসে । এছাড়া লঞ্চ যোগে বরিশালে এসে রুপাতলী বাস টার্মিনাল হয়ে বাসে ঝালকাঠি আসা যায়।

   ঢাকা থেকে বাস গাড়িতে ঝালকাঠি আসা যায়

গাবতলি থেকে সাকুরা এবং ঈগল পরিবহনে ঝালকাঠি আসা যায় (দিবা এবং নৈশ্য সার্ভিস)

ভাড়া=৬০০ টাকা।